৩০ লাখে পড়শী

সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। তবে তার আর একটা পরিচয় হল তিনি বাংলাদেশের প্রথম নারী কণ্ঠশিল্পী যার ফেসবুক পেজ সবার আগে ভেরিফাইড হয়। নতুন খবর হল বর্তমানে পড়শীর ফেসবুক পেজ ত্রিশ লাখ লাইকের মাইলফলক স্পর্শ করেছে।

এ নিয়ে নিজের ফেসবুক পেজে উচ্ছ্বসিত পড়শী লেখেন, আমার এই পেজটির বয়স প্রায় ৫ বছর। আজ এখানে আমার ৩০ লাখ শুভাকাংখী এবং বন্ধু যুক্ত হলেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার গানকে ভালবাসার জন্য। আল্লাহ এর কাছে অনেক শুকরিয়া যে আমি আপনাদের মত শুভাকাংখী এবং বন্ধু আমার পাশে পেয়েছি। দোয়া করবেন আমি যেন একজন ভালো মানুষ এবং ভালো সংগীত শিল্পী হতে পারি।

উল্লেখ্য, বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের পর বাংলাদেশের যেকোনো তারকাদের মধ্যে লাইকের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ লাইক এখন এই কণ্ঠশিল্পীর পেজে।



মন্তব্য চালু নেই