২৯ জুন থেকে ৬ আগস্ট স্কুল বন্ধ

আসন্ন পবিত্র রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদরাসাসহ সমপর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

এর আগে কেবিনেট সভায় সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজগুলো প্রথম রোজা থেকেই বন্ধ রাখতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তখন বিষয়টি নাকচ করে দিয়ে প্রথম রমজান থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই