২৫৩ প্রস্তাব নিয়ে ডিসি সম্মেলন শুরু

২৫৩টি প্রস্তাবকে সামনে রেখে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে মঙ্গলবার সকাল ১০টায় ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’ শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনকে সামনে রেখে এবার ৬৪ জেলার ডিসিরা বিভিন্ন বিষয়ে ২৫৩টি প্রস্তাব পাঠিয়েছেন। এ প্রস্তাবগুলো নিয়ে তিন দিনের সম্মেলনে মোট ২২টি অধিবেশন থাকবে। এরমধ্যে অংশগ্রহণকারী ৩৯টি মন্ত্রণালয়ের ১৮টি কার্য অধিবেশন। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন। এদের সামনে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য তুলে ধরবেন জেলা প্রশাসকরা।

২৫৩টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি ২৫টি প্রস্তাব ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাব রয়েছে ২৪টি।



মন্তব্য চালু নেই