২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের আদেশ বহাল
২০ ওষুধ কোম্পানি লাইসেন্স বাতিলের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
সোমবার (১৩ জুন) বিচারপতি মির্জা হোসেন হায়দার এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিষয়ে ‘নো অর্ডার’ বলেন।
এদিকে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছিল। তবে সে আবেদন নামঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ বহালে রেখেছে চেম্বার আদালত।
এর আগে গত ০৫ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়া ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার (০৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ভোক্তা অধিপ্তরের মহাপরিচালক ও র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়।
হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে গত ০৭ জুন ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশ দেন হাইকোর্ট। মানহীন ওষুধ উৎপাদনের অভিযোগে এদের লাইসেন্স বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার (০৭ জুন) এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
মন্তব্য চালু নেই