২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না : মায়া

ত্রান-দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন- ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। সবাই মিলে আমরা যখন দেশকে গড়ে তুলছি।তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এটা ভাল লাগছে না। উনি পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষ হত্যা করছেন। বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।

আজ রোববার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা ঘাটে মেঘনা নদীতে ফেরী সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কালীপুরা-উত্তর মতলব নৌরুট পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো রক্তচক্ষুকে ভয় পান না। ২০১৯ সালের আগে তথা মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও দেশে কোন নির্বাচন হবে না।

সরকারের ২ মন্ত্রীই কালীপুরা-উত্তর মতলব নৌরুটে শিগগির ফেরী সার্ভিস চালুর আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুদ্দৌহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা প্রমুখ।



মন্তব্য চালু নেই