২০১৮ সালেই দেশ মাছে-ভাতে স্বয়ংসম্পন্ন

২০১৮ সালের মধ্যে দেশ মাছে-ভাতে স্বয়ংসম্পন্ন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।

তিনি বলেন, ‘মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। সরকারের নানা উদ্যোগের ফলে উৎপাদন প্রতিবছর বাড়ছে। আমাদেরকে মাছে-ভাতে বাঙালি বলা হয়। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মাছে-ভাতে স্বয়ংসম্পন্ন হবে।’

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর মৎস্য ভবনে ১১-১৭ মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছেন সবুজ বাংলাদেশ। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে দিয়েছেন নীল বাংলা। আমি অর্থনীতির ছাত্র। সমুদ্রসীমা বৃদ্ধির জন্য তথা নীল বাংলার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার অবদান বাংলাদেশের অর্থনীতিতে যুগ যুগ ধরে মাইলফলক হিসেবে কাজ করবে।’



মন্তব্য চালু নেই