১ নভেম্বর থেকে অটোরিকশা চলবে মিটারে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে বর্ধিত ভাড়ায় চলবে সিএনজি চালিত অটোরিকশা। নভেম্বরের প্রথম দিন থেকে রাজধানীতে মিটারে অটোরিকশা চলবে। তবে চট্টগ্রামে ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম চালু হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ গ্রুপের তৈরি এয়ার কন্ডিশন (এসি) বাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু জানান, ইফাদ অটোজ সর্বাধুনিক প্রযুক্তির এয়ার সাসপেনশন এসি ও নন এসি বাসের বডি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে।অশোক লে ল্যান্ডের পরিবেশবান্ধব এসি ও নন এসি বাসের বডি তৈরির জন্য ঢাকার ধামরাইয়ে নিজস্ব কারখানা গড়ে তোলা হচ্ছে। এতে আগামী বছর থেকে বিলাসবহুল গাড়ি তৈরি করা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই