১ টাকা দিয়ে ২ টাকার কাজ করব : শিক্ষামন্ত্রী

দুর্নীতি, অনিয়ম ও অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কম বরাদ্দ হলেও আমরা এক টাকা দিয়ে দুই টাকার কাজ করব। যে বরাদ্দ দেওয়া হয়েছে তাতেই আমরা ভাগাভাগি করে উন্নয়ন করবো।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাসের আগে মঞ্জুরি দাবির ওপর আনিত ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এবারের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে উন্নয়ন খাতে ৪ হাজার ১৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত বছরের বাজেটের বরাদ্দ থেকে মাত্র ৫৫ কোটি টাকা বেশি বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এতো স্বল্প বরাদ্দ দিয়ে দাবি পূরণ করা যাবে না, পরে আমাকে গালিগালাজ করা ঠিক হবে না। যে বরাদ্দ দিয়েছে তার বিরোধিতা আমি করছি না, যা দিয়েছে তা দিয়েই কাজ করতে চাই। এক টাকা দিয়ে দুই টাকার কাজ করবো সেই মনোভাব নিয়ে আমরা কাজ করবো।’

মন্ত্রী বলেন, ‘গত সাত বছর ধরেই শুনে যাচ্ছি শিক্ষার মান কমে যাচ্ছে। তবে মান কমে কোথায় যাচ্ছে? এটা ঠিক নয়। শিক্ষার মান কমেনি বরং অনেক বেড়েছে। রাতারাতি শিক্ষার মান বৃদ্ধির দাবিও সঠিক নয়।’

স্কুলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যাপারে যুগান্তকারী পরিবর্তন হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সবকিছুকে আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছি। শিক্ষার মানোন্নয়নে সারা বিশ্বে আলোচনা চলছে, আগামী একশ’ বছরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাই শিক্ষার মান বৃদ্ধি দু’এক বছরে হবে না, ধীরে ধীরে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় খাতে বরাদ্দ বাজেটের অপ্রতুলতা নিয়ে সংসদ অধিবেশনে ১০ জন সংসদ সদস্য কঠোর সমালোচনা করেন।



মন্তব্য চালু নেই