১৬বছরের কিশোরীকে বেধড়ক মার, জ্যান্ত পুড়িয়ে দিল জনতা
১৬বছরের এক কিশোরীকে ক্ষমাহীন ভাবে বেধড়ক মেরে জ্যান্ত জ্বালিয়ে দিল এক দল জনতা। ঘটনাটি ঘটেছে রাজধানী শহর গুয়াতেমালার কাছে রিও ব্র্যাভোর একটি গ্রামে।
সূত্রের তরফে জানা গেছে মেয়েটি, এক ৬৮ বছর বয়সি ট্যাক্সি চালককে মেরে পালিয়ে যাচ্ছিল। মেয়েটির সঙ্গে অন্য যারা ছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, কিশোরীটিকে ধরে ফেলে উত্তেজিত জনতা।
যে ভিডিওটি ইউ টিউবে ঘুরছিল তাতে দেখা যায়, মেয়েটিকে বেধড়ক মেরে রক্ত বের করে দেয় উত্তেজিত জনতা। সেই অবস্থায় উত্তেজিত জনতা না থেমে মেয়েটিকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় মেয়েটি যখন জ্যান্ত জ্বলছিল তার যন্ত্রণার চিত্কার শুনে উত্তেজিত জনতা উল্লসিত হচ্ছিল।
সূত্রের খবর পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে গেলে, উপস্থিত জনতা বাধা দেয়।
https://youtu.be/6HR_SjCy_s4
মন্তব্য চালু নেই