১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নড়াইলের নড়াগাতীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন হত্যা ও ডাকাতিসহ ১২ মামলার আসামি মিজান কাজী (৩৪)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে নড়াগাতী উপজেলার পহরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। মিজান কাজী বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মিজান কাজীকে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। রাতে গোপালগঞ্জ থেকে নড়াগাতী থানায় আনার পথে পহরডাঙ্গা বালুর মাঠের কাছে পৌঁছালে মিজান কাজীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে মিজান কাজী মারা যান।
তিনি আরো বলেন, মিজান কাজীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নড়াগাতী থানা, বাগেরহাটের মোল্লাহাট থানা ও বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নড়াগাতী থানায় রয়েছে ছয়টি মামলা।
মন্তব্য চালু নেই