১০ ডিসেম্বর গণবিশ্ববিদ্যালয়ে মানবাধিকার দিবস উদযাপিত হবে
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয় । ২০১৪ সালে “হিউম্যান রাইটস ৩৬৫ দিন” সেস্নাগানকে সামনে রেখে সারাবিশ্বে দিবসটি পালন করা হবে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দ্যোগে বিশ্ববিদ্যালয়ে এই প্রথম দিবসটি উদযাপিত হবে। অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরাও অংশ নিবেন।
এই উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় র্যা লি, মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচী গ্রহণ করেছে। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় ক্যাম্পাস থেকে র্যা লি শুরু হয়ে বাইশ মাইল গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
৪ ডিসেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭ তম পূর্ণ অধিবেশনে ৪২৩(৫) অনুচ্ছেদের মাধ্যমে সদস্যভূক্ত দেশসহ আগ্রহী সংস্থাগুলোকে দিনটি তাদের মতো করে উদযাপনের আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন দিবসটি উপলক্ষে ঘোষিত কর্মসূচী নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই