হাজত থেকে পালানো সেই এসআই গ্রেপ্তার

পালানোর একদিন পরেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় ধরা পড়লেন খুন মামলার আসামি এসআই রেজাউল করিম।

সোমবার সকালে দায়রা জজ আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোর্ট পরিদর্শক মো. মইনুল জানিয়েছেন।

তিনি জানান, এসআই রেজাউল করিম সকালে আদালতে এক আইনজীবীর সঙ্গে দেখা করতে এসেছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার আদালতের হাজতখানা থেকে পালানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে রেজাউল করিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে বলে মইনুল জানান।

প্রসঙ্গত কাফরুলের ব্যবসায়ী ফারুক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক উপ-পরিদর্শক রেজাউল করিম রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজত খানা থেকে পালিয়ে যান।

আদালত অভিযোগ গঠনের নির্দেশ দিয়ে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এর পরই জামিনে থাকা রেজাউল কৌশলে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুপুরে আদালত এলাকা থেকে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় মামলার আসামি গণনা করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।



মন্তব্য চালু নেই