হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ শুরু

চট্টগ্রামের রাউজান হাইওয়ে থানা ভবন নির্মান কাজ শুরু হয়েছে। গতকাল সকাল দশটার সময় রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর প্রদান করেন রেল মন্ত্রনালয় স¤র্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান হাইওয়ে পুলিশ প্রথমে গহিরায় পরে পুর্ব গহিরা বড়পোল এলাকায় ভাড়া ঘরে থেকে প্রতিনিয়ত তাদের কার্যক্রম পরিচলানা করে আসছে।

রেল মন্ত্রনালয় স¤র্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় রাউজান গহিরা বড়পোল এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের উত্তর পার্শ্বে চিকদাইর এলাকায় এক একর জমি অধিগ্রহন করা হয়। অধিগ্রহন করা এক একর জমিতে পুলিশ সদর দপ্তরের অর্থায়নে সীমানা প্রাচীর নির্মানের জন্য ৩২ লাখ টাকা ও ভবন নির্মানের জন্য এক কোটি টাকা বরাদ্ব প্রদান করা হয়।

রাউজান হাইওয়ে থানা ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর প্রদান কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ, রাউজান হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কাজী ইকবাল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান কাজী দিদারুল আলম, সরোয়ার্দি সিকদার, সুকুমার বড়ুয়া, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, জমির উদ্দিন পারভেজ, নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক কো¤পানী, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা গৌতম পালিত টিকলু প্রমুখ।



মন্তব্য চালু নেই