রাউজান কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবীতে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল সকালে ঘন্টা ব্যাপী রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী পালিত হয়।

শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরিক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করো প্রতিপাদ্য বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ।

এছাড়ও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল হক চৌধুরী, অধ্যাপিকা সুজাতা মুৎসুদ্দা, অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, অধ্যাপক জহিরুল ইসলাম, সুলতানা, অধ্যাপক গৌতম মল্লিক,অধ্যাপক আতিক উল্লাহ চৌধুরীসহ শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ সমূহে সেশনজট নিরসনসহ শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা যখন ক্রাশ পোগ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছি। তখন দেশের উদ্ভুত পরিস্থিতিতে কিভাবে ক্লাস, পরিক্ষাসহ আমাদের সার্বিক কার্যক্রম চালিয়ে যাব। দেশের এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রম বিপর্যস্থ হচ্ছে।

আজ দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থায় চলমান এবং অচলায়তন ভাঙ্গার দৃশ্যমান নয়। ২০লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার কথা চিন্তা করে শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছি।



মন্তব্য চালু নেই