হত্যাচেষ্টার মামলা থেকে বেকসুর খালাস পেলেন নাছির ও নিজাম

হত্যাচেষ্টার মামলা থেকে খালাস পেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তার সঙ্গে খালাস পেয়েছেন সাংসদ নিজাম হাজারীও।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম নুরুল হুদা এই মামলা থেকে আ জ ম নাছিরসহ মোট ১৭ আসামির সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।

এই মামলায় অপর এক অন্যতম আসামি ছিলেন ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তাকেও আদালত বেকসুর খালাস দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম মামলার রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৯৩ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর লালদীঘির মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক জনসভায় সংঘর্ষের ঘটনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী আ জ ম নাছির ও নিজাম হাজারীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাটি করেন।

দীর্ঘদিন পর মামলায় যাবতীয় কার্যক্রম শেষে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত আসামি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ফেনীর সাংসদ নিজাম হাজারীসহ সবাইকে বেকসুর খালাস প্রদান করেছেন।



মন্তব্য চালু নেই