‘হত্যাকাণ্ডের মাতলামি দমনে বাংলাদেশ ব্যর্থ’

একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের মাতলামি দমনে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (২৫ এপ্রিল) নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়ার পরিচালক চাম্পা প্যাটেল এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, সোমবার এলজিবিআই প্রকাশনার সম্পাদক তার বন্ধুসহ নৃশংস ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যার একদিন পরই তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো। শান্তি প্রতিষ্ঠায় কর্মরত কর্মীদের জন্য এখন ভয়াবহ নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।



মন্তব্য চালু নেই