হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ

বাংলাদেশের অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ করেছে সৌদি আরব।

মঙ্গলবার ধর্মমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজযাত্রীর। অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর সুপারিশ করেছিল ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকার তা নাকচ করে দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের দাবি, কোটা বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। সৌদি সরকার কোটা বাড়ালে তা রেডিও, টিভি ও অন্যান্য গণমাধ্যমে প্রচার করা হবে। তবে একবার নাকচ হওয়ার পর কোটা বৃদ্ধির সম্ভাবনা খুবই কম।

নির্ধারিত কোটার মধ্যে যে সকল এজেন্ট যে পরিমাণ হজযাত্রী পাঠানোর জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা এবং টাকা জমা, বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন ও সৌদি মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে এসব কাজ শেষ করতে হবে। অবহেলার কারণে হজযাত্রীরা হজে যেতে না পারলে এজেন্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই