সড়কে ভ্রাম্যমাণ আদালত, উধাও যাত্রীবাহী বাস

ফিটনেসবিহীন গাড়ি ধরতে সোমবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় রাজধানীর রাস্তায় কমে যায় যাত্রীবাহী বাস। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সোমবার দুপুরে ঢাকার আগারগাঁও তালতলা এলাকায় ফিটনেসবিহীন যানবাহন আটকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ও মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে দেড় ঘণ্টার এই অভিযানে আটক করা হয় ১৫টি বাস, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ১০ জন বাসচালককে। কিন্তু বাস মালিকেরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁরা রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। অভিযানে আটক বাসগুলো থেকে দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।

অভিযান চলার সময় রাজপথে বাস কমে যাওয়াকে সাফল্য মনে করছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জন চালকের সাজা হলেও অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত বাস মালিক সমিতির মালিক ও নেতাদের ছিল সরব উপস্থিতি। কেউ ছিলেন তদবিরে ব্যস্ত। কেউবা মুঠোফোনে যোগাযোগ করছিলেন ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে। তবে ডিএমপি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।



মন্তব্য চালু নেই