স্মিথকে ‘অপমান’ করায় ইশান্তের জরিমানা

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে ‘অপমান’ করায় ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক ই-মেইল বার্তায় আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিসবেন টেস্টে স্টিভেন স্মিথকে আউট করার পর অপমানজনক অঙ্গভঙ্গি করেন ইশান্ত শর্মা। আন্তর্জাতিক ম্যাচ চলকালীন অশ্লীল, অশোভন বা অপমানজনক ভাষা এবং অঙ্গভঙ্গি আইসিসির চোখে দৃষ্টিকটু। এ জন্য ইশান্ত শর্মাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। লেভেল-১(২.১.৪) এর নিয়ম ভঙ্গ করেছেন ইশান্ত শর্মা।

এদিকে ধীর গতিতে বোলিংয়ের অভিযোগে স্টিভেন স্মিথকে শান্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আগামী ১২ মাসে একই অপরাধে অভিযুক্ত হলে স্মিথ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।



মন্তব্য চালু নেই