স্বামী-স্ত্রীসহ ৩ জনের নামে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব
উপজেলার মূলচর গ্রাম থেকে আটক স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা রুজু করেছেন।
এর আগে আটক স-মিল শ্রমিক আমজাদ খাঁ (৪০), তার স্ত্রী রোখসানা বেগম (৩২) ও মান্নান খান নামের ৩ জনকে র্যাব-১ এর সদস্যরা টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মালেক পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্তটঙ্গিবাড়ী উপজেলার মূলচর গ্রামে অভিযান চালায় ঢাকার র্যাব-১ এর সদস্যরা।
তিনি জানান, এ সময় মামলার আসামিদের কাছ থেকে র্যাব সদস্যরা একটি পিস্তল, একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করতে ঢাকার র্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।
তিনি আরও জানান, এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মন্তব্য চালু নেই