স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট

সদর উপজেলার মাধবকাটি বলফিল্ড মাঠে শনিবার বিকাল ৪টায় পঞ্চগ্রাম ক্লাব অয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ দলীয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট’১৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ছয়ঘরিয়া ক্রিকেট একাদশ ও পঞ্চগ্রাম ক্রিকেট একাদশ।
টসে জিতে ছয়ঘরিয়া ক্রিকেট একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চগ্রাম ক্রিকেট একাদশ ১০.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান করে। ফলে ৯৮ রানের ব্যবধানে ছয়ঘরিয়া ক্রিকেট একাদশ জয় লাভ করে।
ছয়ঘরিয়া ক্রিকেট একাদশের বাপ্পী ব্যক্তিগত ১১ বলে ১৪ রান করে আজকের খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ বিবেচিত হন। ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত পঞ্চগ্রাম ক্রিকেট একাদশের জনি ।

সমগ্র ক্রিকেট টুর্নামেন্টের সেরা বলিং নির্বাচিত হয় ছয়ঘরিয়া ক্রিকেট একাদশের বাপ্পী।
খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মিঠু ও আরাফাত । থার্ড আম্পায়ার ও ম্যাচরেফারি ছিলেন বাবু ও আজাদ। ম্যাচের ধারা বর্ণনা করেন সেলিম ও নাজমুল। স্কোরারের দায়িত্বে ছিলেন শিমুল।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন সাতক্ষীরা সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ।



মন্তব্য চালু নেই