স্বতন্ত্র কোম্পানি হচ্ছে রেলের কন্টেইনার সার্ভিস

রেলের কন্টেইনার পরিবহন সার্ভিসকে স্বতন্ত্র কোম্পানি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শিফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান।

তিনি জানান, মূলত এডিবি’র অনুরোধে স্বতন্ত্র কোম্পানি করা হচ্ছে। এর ফলে রেলের কন্টেইনার পরিবহন সার্ভিস লাভজনক, স্থায়ীত্ব ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠব।

কোম্পানি করতে ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার পর প্রতি শেয়ার ১০০ টাকা করে বাজারে ছাড়া হবে। আর এ কোম্পানিটি হবে শতভাগ সরকারি মালিকানায়।



মন্তব্য চালু নেই