কাঁচাপাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

সকল প্রকার কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পাট অধ্যাদশে ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবকে ০২ ডিসেম্বর ২০১৫ তারিখের ২৪.০০.০০০০.১১৯.১৮.০৬৩.১২-৪৫১ নম্বর প্রজ্ঞাপনমূলে সকল প্রকার কাচাঁপাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ র্কতৃপক্ষের অনুমোদনক্রমে ০৩ এপ্রিল ২০১৬ তারিখ হতে প্রত্যাহার করা হল।’

উল্লখ্যে, গত ০১ নভম্বের, ২০১৫ এক প্রজ্ঞাপনরে মাধ্যমে ০৩ নভেম্বর ২০১৫ হতে ১ মাস পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হয়। এরপর ২ ডিসেম্বর, ২০১৫ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রপ্তানি বন্ধ রাখা হয়। যদিও ৫ জানুয়ারি, ২০১৬ এক আদেশের মাধ্যমে ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩ নভেম্বর ২০১৫ তারিখের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে ২ দশমিক ৭৭ লাখ বলে কাঁচা পাট রপ্তানির জন্য অনুমোদন প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই