স্পিকারকেও মানছেন না এমপিরা!

স্পিকারের চেয়ার থেকে বারবার সতর্ক করার পরেও কর্ণপাত করছেন না সংসদ সদস্যরা (এমপি)। অন্য সদস্যের বক্তব্য চলাকালে তারা ফ্রি-স্টাইলে কথা বলে যাচ্ছেন। আর এ নিয়ে বেজায় চটেছেন ডেপুটি স্পিকার।

সোমবারই সন্ধ্যার আগে সংসদ অধিবেশন চলাকালীন তিনি সংসদ সদসদেরকে সংসদ কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা মেনে চলার অনুরোধ জানান। সংসদ সদস্যরা তাতে কর্ণপাত না করায় দ্বিতীয় দফায় তাদেরকে সতর্ক করা হয়। এবং প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার সতর্ক করার সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে বেশ উত্তেজিত দেখা যায়।

সংসদ কার্য-প্রনালী বিধিতে বক্তৃতা চলাকালীন নীরবতা পালনের নির্দেশ দেয়া হলেও কেউই তা মানেন না। সময় পেলেই দুই-তিনজন সদস্য এক জায়গায় বসে আড্ডায় মেতে ওঠেন। কখনো কখনো নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। আবার অনেক সদস্য সভাপতি ও বক্তৃতারত সদস্যের মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করেন। বক্তৃতা চলাকালে টিপ্পনি কাটারও অভিযোগ রয়েছে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে।



মন্তব্য চালু নেই