শামীম হত্যাচেষ্টা মামলা

স্ট্যামফোর্ড সভাপতির ফের রিমান্ড আবেদন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজের ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ছয়দিনের রিমান্ড শেষে সোমবার সকালে ফের এ রিমান্ড আবেদন করা হয়। মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত ফিরোজের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় পূর্বে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য থেকে শামীমকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী ও হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতা হিসেবে ড. এম এ হান্নান ফিরোজের নাম উঠে আসে।

গত ১৯ জুন সকালে ধানমণ্ডির ৯/এ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শামীম (৫১)। তার বাঁ হাতে গুলি লাগে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জুলাই ও ৮ জুলাই রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।



মন্তব্য চালু নেই