স্কয়ার হাসপাতালকে জরিমানা

অনিয়ম ও অব্যস্থাপনার অভিযোগে স্কয়ার হাসপাতালকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে এক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ব্লাড ব্যাংকের লাইসেন্স নবায়ন না করা, ক্যান্টিনের খাবারের নিম্নমানসহ পাঁচ অনিয়মের অভিযোগে স্কয়ার হাসপাতালকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে ইবনে সিনা হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাধিকতায় বুধবার স্কয়ার হাসপাতালে অভিযান চালানো হয়।



মন্তব্য চালু নেই