সিলেটকে ১৫৮ রানের টার্গেট দিল ঢাকা

বিপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপার স্টারস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি।

টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ব্যাট হাতে ঢাকার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ করে রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। এ ছাড়া ইয়াসির শাহ ৮, মোহাম্মদ হাফিজ ৮, মোসাদ্দেক হোসেন ১৩* ও ওয়ালার ১৩* রান করেন ।

বল হাতে সিলেটের আব্দুর রাজ্জাক দুটি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, রপি বোপারা ও রুবেল হোসেন।

আজকের ম্যাচে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে ঢাকা ডায়নামাইটসের। হেরে গেলে কিছুটা ব্যাকফুটে চলে যাবে তারা। সেক্ষেত্রে সিলেটের জন্যও কিছুটা আশার আলো দেখা দিতে পারে। আজকের ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ঢাকাকে পরের ম্যাচেও হারতে হবে।



মন্তব্য চালু নেই