সৌদিতেও চলছে জেএসসি

গত ৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে ‍শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। সারাদেশের সঙ্গে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে সৌদি আরবেও। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মামে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি পরীক্ষা ২০১৪।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ শাখা থেকে অংশগ্রহন করছে ১১৪ জন শিক্ষার্থী; যার মধ্যে ৫৮ জন ছাত্র ও ৫৬ জন ছাত্রী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দায় অংশগ্রহণ করছে ১৮৪ জন ছাত্র-ছাত্রী।
সৌদিতে জেএসসি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা রিয়াদের বাংলাদেশ দূতাবাস সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওহাব বলেন, ‘ছাত্র ছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে।’
এ সময় কেন্দ্রে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক বদরুল আলম।



মন্তব্য চালু নেই