বেগম রোকেয়ায় ১০ শিক্ষকের পদত্যাগ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি তুলে ধরে প্রশাসনিক ১৯ পদ থেকে পদত্যাগ করেছেন পদোন্নতিবঞ্চিত ১০ শিক্ষক।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হকের নেতৃত্বে ভারপ্রাপ্ত রেজিস্টার মোরশেদুল আলম রনির কাছে পদত্যাগপত্র জমা দেন শিক্ষকরা।
পদত্যাগপত্র জমা দেয়া শিক্ষকরা হলেন- শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. সাইদুল হক, সহকরী প্রভোস্ট শেখ মাজেদুল হক, মো. সাইদুর রহমান, তানিয়া তোফাজ, শহীদ মোখতার এলাহী হলের প্রভোস্ট ড. আর এম হাফিজুর রহমান সেলিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোরশেদ হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রাফিউল আযম খান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জাহিদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলী রায়হান সরকার, রসায়ন বিভাগের চেয়ারম্যান এইচ এম তরিকুল ইসলাম।
শিক্ষকদের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি জানা নেই দাবি করে উপাচার্য প্রফেসর ড. নূর-উন-নবী জানান, ‘কেউ যদি পদত্যাগপত্র জমা দিয়ে থাকে তবে প্রশাসনিক ওইসব পদে অন্য শিক্ষকদের নিয়োগ দেয়া হবে’।



মন্তব্য চালু নেই