সোয়া লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্র জানায়, রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার ৪নং স্লুইসগেটসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ৪২ বিজিবির সদস্যরা।
সেখান থেকে বস্তাবন্দী অবস্থায় ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।
এর আগে রাত সাড়ে আটটার দিকে বিজিবির সদস্যরা নাফ নদীর জলিলের দিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করে।
রাত ১০টার দিকে সাবরাং নয়াপাড়া এলাকায় নাফ নদীর বেড়িবাঁধের ৫ নং স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। একই সময় সাবরাং নয়াপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে মোহাম্মদ হানিফের বাড়ি থেকে পাঁচ হাজার ৯১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, আটক ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।



মন্তব্য চালু নেই