সোহাগ পরিবহনের সেই বাসচালক-হেলপারের জামিন

জেলার মধুখালীতে আলোচিত বাস ডাকাতির ঘটনায় আটক সোহাগ পরিবহনের চালক আইনাল ও হেলপার শাকিলকে জামিন দিয়েছেন আদালত।

ফরিদপুরের ৪নং আমলী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ গোলাম সরোয়ারের আদালতে মঙ্গলবার দুপুর ১২টায় আটকদের নেওয়া হয়। আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে দুই আসামিকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

১০ হাজার টাকার মুচলেকায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের আহ্বায়কের জিম্মায় তাদের জামিন দেন বিজ্ঞ আদালত।

গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরে বাসের যাত্রীদের অভিযোগে মধুখালী থানা পুলিশ সোহাগ পরিবহনের চালক আইনাল ও হেলপার শাকিলকে ডাকাতি মামলায় গ্রেফতার করে।

বাসচালক ও হেলপার আটকের ঘটনার পর দক্ষিণাঞ্চলের ১০ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। সাত দিন ধর্মঘট চলার পর সোমবার বিকেলে সরকারের সঙ্গে বাস মালিকদের আলোচনা সাপেক্ষে ধর্মঘট স্থগিত করা হয়।



মন্তব্য চালু নেই