হরতাল-অবরোধে

সেশনজট শঙ্কায় গণ বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী

সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) হরতালের কারণে বন্ধ রয়েছে সব ক্লাস-পরীক্ষা। এতে সেশনজটের আশঙ্কায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের পাঁচ হাজার শিক্ষার্থী।

ক্লাস-পরীক্ষা ও একাডেমিক সব ধরনের কার্যক্রম হরতালের কারণে স্থবির হয়ে পড়ছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সেমিস্টার পদ্ধতির শিক্ষার্থীরা পিছিয়ে পড়েন। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা বড় ধরণের সেশনজটের কথা ভাবছেন। এবং এভাবে দেশ চলতে থাকলে দেশের শিক্ষা ব্যবস্হা ধ্বংশের পথে এগিয়ে যাবে। এমনিতেই দেশে কর্মসংস্হানের যে অবস্হা এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে হরতালে ক্লাশ-পরীক্ষা চললেও বেশীরভাগ বিভাগে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস না চলায় বন্ধ থাকে ক্লাশ । একের পর এক পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দেখা দিচ্ছে চরম সিডিউল বিপর্যয়।

এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাশ -পরীক্ষা দ্রুত শেষ করতে বন্ধের দিনে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নিচ্ছেন। হরতালের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় অন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়। তাছাড়া গত জাতীয় নির্বাচনের সময় টানা হরতালের কারণে শিক্ষা ব্যাস্হা অনেক পিছিয়ে পড়ে। এভাবে চলতে থাকলে এ বছরও তাই হবে বলে শিক্ষার্থীরা ভাবছেন। এবং তারা নতুন বছরের শুরুটা এভাবে চান না। বেশিরভাগ শিক্ষার্থী হরতাল- অবরোধ প্রত্যাহারের কথা বলেছেন। হরতালে ক্লাশ- পরীক্ষা স্থগিত থাকা অযৌক্তিক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বলেন, হরতাল যৌক্তিক। কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। তবে এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্হা পিছিয়ে পড়বে, শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখিন হবেন।



মন্তব্য চালু নেই