‘সেক্সিয়েস্ট খান অ্যাট ৫০’ কে?

দাপট নিয়েই বলিউড শাসন করছেন তিন খান- শাহরুখ, সালমান এবং আমির। বক্স অফিস, আর্থিক সাফল্য কিংবা জনপ্রিয়তায় কেউ কাউকে ছাড়িয়ে বেশী দূর যেতে পারে না। আবার তিন খানের এই শক্ত অবস্থানকে ছুঁতে পারেন না সমসাময়িক বা নবাগত নায়ক। মেধা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং পরিশ্রম- কমতি নেই কোন কিছুতে। ক্যারিয়ার তো আর আজকের নয়!
শাহরুখ ও সালামন ১৯৮৮ সালে অভিনয়জীবন শুরু করলেও এগিয়ে আছেন আমির। ১৯৮৪ সালে শুরু হয় মিস্টার পারফেকশনিস্টেও ক্যারিয়ার। আর বয়স! থেমে তো থাকে না। কাকতালীয় ভাবেই এ বছর পঞ্চাশে পা রাখছেন খান খান্দানের তিন দিকপাল শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। হাফ সেঞ্চুরী পূরণ করলেও অসংখ্য নারীর স্বপ্ন পুরুষ তারা। কিন্তু আবেদনে এগিয়ে আছেন কে? বলিউড লাইফ নামের একটি ওয়েবসাইট সম্প্রতি ‘সেক্সিয়েস্ট খান অ্যাট ৫০’ শিরোনামে অনলাইন ভোটিংয়ের আয়োজন করে। ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, দুই খানকে পিছনে ফেলে ‘সেক্সিয়েস্ট খান অ্যাট ৫০’ খেতাব জিতেছেন শাহরুখ। ৪৭% ভোট পেয়েছেন তিনি। আর ৪৩% ভোট পেয়ে দ্বিতীয় নাম্বারে রয়েছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান। আমির খানের ঝুলিতে পড়েছে মাত্র ১০%। তবে নিজের এ জয়ে আনিন্দত হতে পারেননি শাহরুখ। কারন হিসেবে স্ত্রী গৌরীর দিকে ইংগিত করে বলেছেন, ‌’আমি বিবাহিত’।



মন্তব্য চালু নেই