সেই জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ

ধর্ষণের এক মামলায় পনের বছর আগে ভুল আইনে বিচারের শিকার ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেছেন, এই আদালত মনে করে যে রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামি আব্দুল জলিলকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করাই যুক্তিযুক্ত। এ মর্মে এই আদালত আসামি আব্দুল জলিলের জীবনের ১৪ টি বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে দণ্ডপ্রাপ্ত জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার আদেশ প্রদান করছে। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল জলিলের দণ্ডাদেশ বাতিল করা হল। সেহেতু অন্য কোন মামলায় গ্রেপ্তার না থাকলে আবদুল জলিলকে অবিলম্বে মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করা হল।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, ‘রায় প্রকাশিত হয়েছে। যতদূর জানি জলিল এখন কারামুক্তি পায়নি।’

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জলিলের করা জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ এফ এম আবদুর রহমানের হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া রায় আজ বুধবার প্রকাশিত হয়।



মন্তব্য চালু নেই