সুস্থ হয়ে বাজেট অধিবেশনে স্পিকার
‘প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রার’ লক্ষ্য নিয়ে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অসুস্থতার কারণে বাজেট অধিবেশনের প্রথমদিন না থাকলেও দ্বিতীয় দিন উপস্থিত হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল (০২ জুন) দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয়।
সূত্র জানায়, গত শনিবার (২৮ মে) রাতে স্পিকার শিরীন শারমিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। তারপর সিএমএইচের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
মন্তব্য চালু নেই