সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণ করলো ডি-ফাইভ ক্রিয়েশন

সাতক্ষীরার কলারোয়ায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘লায়লা খাতুন শিক্ষা সহায়তা ও সামছুর-মনোয়ারা শিক্ষা বৃত্তি’ প্রকল্পের আওতায় মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভাধীন মুরারীকাটি হাইস্কুলের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্কুলের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ডি-ফাইভ ক্রিয়েশনের অর্থায়নে ও কলারোয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার’র ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজপেপার ‘আওয়ার নিউজ বিডি ডটকম’। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, ডি-ফাইভ ক্রিয়েশানের সি ই ও সফটওয়্যার উদ্ভাবক এসএম সাইফ রহমানের পিতা সামছুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শেখ আশিকুর রহমান মুন্না, কলারোয়া প্রেসক্লাবের সা. সম্পাদক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক সা. সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল¬ু, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মাস্টার তৌফিকুর রহমান, শেখ ফরহাদ হোসেন তপু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলি, ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানে মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল ও লাঙ্গলঝাড়া সম্মিলিত হাইস্কুলের ১০জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে শিক্ষবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আ. ওহাব মামুন ও উজ্জ্বল কুমার।



মন্তব্য চালু নেই