সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান আর নেই

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না.. রাজিউন)। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বজলুর রহমান ১৯৫৫ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। বিচারপতি বজলুর রহমান ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১০মে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ২০১৫ সালে ৮ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।



মন্তব্য চালু নেই