সুন্দরবনে বিএনপির তদন্ত কমিটি

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ক্ষয়ক্ষতি তদন্তে বিএনপির গঠিত কমিটি সুন্দরবন পৌঁছেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সুন্দরবন পৌঁছেন।

এর আগে সকাল ৬টায় বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের রাজধানীর গুলশানের বাসা থেকে এ কমিটির সদস্যরা রওনা দেন। হাফিজ এ তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান।

এ কমিটি সরজমিন তদন্ত করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য, গত শনিবার খালেদা জিয়া এই তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির প্রধান সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন—সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনের নেতা শেখ ফরিদুল ইসলাম ও আবদুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম চৌধুরী।

গত ৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে যায় সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ ও প্রাণিকুলতেল বিপর্যয়ের মুখে পড়ে।



মন্তব্য চালু নেই