সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সুন্দরবনের চাদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মজনু বাহিনীর উপ-প্রধান মশিউর রহমান নিহত হয়েছেন।

রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের চর পুটিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দোনলা বন্দুক ২টি, একনলা কাটা বন্দুক ৩টি, একনলা বন্দুক ২টি, এলজি ৩টি, এয়ার রাইফেল ১টি, বন্দুকের তাজা কার্তুজ ২৯টি, .২২ বোর রাইফেলের গুলি ১২৬ রাউন্ড, এয়ার গানের গুলি মোট ২৯৭টি, বন্দুকের ফায়ারকৃত কার্তুজ (খোসা) ৩২টি, দেশীয় তৈরি ধারালো অস্ত্র/রামদা ৫টি, চাদা আদায়ের রশিদসহ বিপুল পরিমাণ তৈজষপত্র।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধাঘণ্টা গুলি বিনিময়ের পর ডাকাতরা পিছু হটে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্রসহ মশিউর রহমানের লাশ উদ্ধার করা হয়।

নিহতের লাশ মংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই