হাজার টন কয়লা নিয়ে সুন্দরবন উপকূলে কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার
মংলা বন্দরের হিরনপয়েন্টের অদূরে সুন্দরবন উপকূলে ১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে ‘এমভি আইজগাতি’নামের একটি কার্গো জাহাজ।
শুক্রবার সকাল ১০টায় ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে মংলা বন্দরের ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় কার্গো জাহাজটিতে থাকা ১২ নাবিককে অপর একটি জাহাজ এসে উদ্ধার করে। পরে তাদের মংলা নামিয়ে দেয়া হয়। তবে আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের উদ্দেশ্যে মংলা কোস্টগার্ডের একটি দল রওয়ানা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল ‘এমভি লেডীমেরি’ থেকে কয়লা বোঝাই করে ভোররাতে মংলার উদ্দেশে রওনা হয় কার্গো জাহাজ ‘এমভি আইজগাতি’।
ফেরার পথে ঘনকুয়াশা ও উত্তাল ঢেউয়ের কারণে দিক হারিয়ে ডুবে চরে আটকে যায় জাহাজটি। এ সময় কয়লাবাহী কার্গো জাহাজের তলা ফেটে ডুবে যায়।
মন্তব্য চালু নেই