চিপস্ এর প্যাকেট খুলতেই বেরিয়ে এলো আস্ত কাঠের টুকরা!

কুরকুরে-মুড়মুড়ে পটেটো চিপস কে না ভালবাসে? শিশুদের জন্যতো চিপস এখন প্রতিদিনকার খাবার। কিন্তু, প্যাকেটটাতে হাত ঢুকিয়ে যদি আস্ত একটা কাষ্ঠ খন্ড বেরিয়ে আসে তখন ব্যাপারটা নিঃসন্দেহে চমকে দেয়ার মতো। এমন ঘটনার শিকার হয়েছেন বাগেরহাটের এক তরুণী। তার নাম কবরী বিশ্বাস অপু।

তিনি ঘটনাটি ছবিসহ শেয়ার করেছেন ফেসবুকে। লিখেছেন, ‘পটেটো ক্র্যাকার্স প্যাকেট খুলেই দেখি কাঠের অংশ। যথারীতি হতবাক ও শঙ্কিত।’ তার এই মন্তব্যের পর অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফেসবুকে। একজন এটার কোম্পানির নাম জানতে চেয়েছেন। অবশ্য, তার দেয়া ছবিতে চিপস এর প্যাকেট দেখে মনে হয়েছে ওটি দেশীয় একটি কোম্পানির পণ্য। আর একজন তাকের পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার আইনের আওতায় মামলা করার জন্য। একজন প্রশ্ন করেছেন, সেই প্যাকেটের চিপস্ আপনি খেয়েছিলেন কি না? ওই তরুনীর ক্ষুব্ধ জবাব, ‘কুকুরে খেয়েছে’। অবশ্য ভোক্তা অধিকার আইন-২০১০ অনুসারে ওই তরুণীর সুযোগ রয়েছে কোম্পানির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা অধিদপ্তরে অভিযোগ করার। অভিযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট কোম্পানিকে গুণতে হবে জরিমানা। আর প্রচলিত নিয়মে সেই জরিমানার ২৫% পাবেন ভুক্তভোগী ওই ভোক্তা তরুণী।



মন্তব্য চালু নেই