সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ত্রি-বার্ষিক কার্য-নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে ক্লাব কার্যালয়ে সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার- মুহাম্মদ হাবিবুল আলম, জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এমএম আশিক রেজা, সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিন।

এ্যাকটিভ কিন্ডার গার্টেন’র পরিচালক- ইসলামুল হক দুলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য- প্রভাষক বিদ্যুৎ কুমার দেবসর্মা, সদস্যগণের মধ্যে শরিফা বেগম, আজিজুর রহমান, নুরুল আলম ডাকুয়া প্রমূখ। আলোচনা শেষে প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ তম পদার্পণ উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এর পূর্বে গঠিত ক্লাবের ত্রি-বার্ষিক কার্য-নির্বাহী পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ সভাপতি শরিফা বেগম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সাংগনিক সম্পাদক প্রভাষক নুরে শাহী আলম লাবলুসহ সকল সদস্যগণের সংঙ্গে অতিথিবৃন্দের পরিচয় বিনিময় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও এসএম গোলাম কিবরিয়া বলেন- সমাজের উন্নায়নকল্পে সৎ, নির্ভীক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। এজন্য তিনি গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন। বিশেষ অতিথি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ হাবিবুল আলম বলেন-সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগীতায় উন্নয়ন মূলক কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব।



মন্তব্য চালু নেই