সুন্দরগঞ্জে ২ বছরেও শিশু মেহেদীর সন্ধান মিলছে না
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মামা জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে ২ বছর ধরে নিখোঁজ তার ভাগ্নে মেয়েদী হাসান (১১)’র সন্ধান মিলছে না।
জানা যায়, সিলেট শহরের বাসিন্দা পুতুল মিয়ার ছেলে শিশু মেহেদী তার মামার বাড়ি থেকে হারিয়ে যায়। তার পরনে ছিল হাফ প্যান্ট ও শ্যার্ট, গাঁয়ের রং-শ্যামলা, মুখ-মুন্ডল-গোলাকার, উচ্চতা-৩ ফুট-৫ ইঞ্চি।
সন্ধান প্রার্থী মামা জাহাঙ্গীর বলেন ২ বছর পূর্বে উপজেলা পরিষদ নির্বাচনের আগে তার বাড়ি থেকে ভাগ্নে মেহেদী হাসান হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছি। সুন্দরগঞ্জ থানার জিডি নং-১০৯৬/২০১৬।
মন্তব্য চালু নেই