সুন্দরগঞ্জে মীরগঞ্জ ব্রিজের উপর পাহারাদার
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর ভায়া মীরগঞ্জ সংযোগ সড়কের মীরগঞ্জ বাজার সংলগ্ন নালার উপর ব্রিজের মাঝখানে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। যান চলাচলা-পথচারিদের দুর্ঘটনা এড়াতে পৌর সভার পক্ষ হতে একজন কর্মচারিকে পাহারায় নিয়োজিত রয়েছে।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, প্রায় ৩ যুগ আগে সুন্দরগঞ্জ-রংপুর ভায়া মীরগঞ্জ সড়কের মীরগঞ্জ নালার উপর ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে অদ্যাবদি ব্রিজটি সংস্কার, পুনঃ মেরামত না করায় দীর্ঘ ৫ বছর হতে ভারি যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এনিয়ে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক ব্রিজের দু-পাশে সর্তকবাণি সম্বলিত সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়। এতে করেও ভারি যানবাহন চলাচল বন্ধ না হওয়ায় এক মাস আগে ব্রিজটির মাঝখানে ধসে যায়। এছাড়া, ব্রিজটির র্যালিং, পিলার ও পাটাতন ধসে এবং ভেঙ্গে যাওয়ায় ভারি যানবাহন চলাচল সম্পন্ন রূপে বন্ধ হয়ে পড়েছে। শুধু মাত্র রিক্সা, ভ্যান, মোটর সাইকেল, বাই সাইকেল, চলাচল করছে। এদিকে সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট হওয়ায় প্রতিদিন হাজার-হাজার পথচারি ওই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে থাকেন। এছাড়া মীরগঞ্জ বাজারে দুই শতাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে। রড, সিমেন্ট, ঢেউটিন, ধান, চাল, সারসহ যাবতীয় মালামালের ব্যবসা-প্রতিষ্ঠান থাকলেও ব্যবসায়িরা তাদের ওই সকল মালামাল বোঝাই ট্রাক ব্রিজটির উপর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পাচ্ছেন না। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজু, সিরাজুল ইসলাম, একরামুল হক জানান- ব্রিজটি ধসে যাওয়ায় মালামাল নিয়ে আসা যাওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই ঝুঁকিপূর্ণ ব্রিজটির কারণে আমাদের দোকানে খুচরা-পাইকারী মালামাল নিতে আসছে না। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন জানান- আমি এলজিইডি’র সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন-খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হবে। তিনি আরও বলেন- ইতোমধ্যে আমি পথচারি ও যান-মালের নিরাপত্তার জন্য পৌর সভার পক্ষ হতে একজন কর্মচারিকে ব্রিজের উপরে নিয়োজিত করেছি। যাতে করে ভারি যানবাহন চলাচল না করে।
মন্তব্য চালু নেই