সুন্দরগঞ্জে বিভিন্ন দাবীতে ওয়ার্কার্স পার্টির সমাবেশ
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকেঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মূর্যাল চত্বরে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য- বীরেন সরকার মিন্টু, উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক- চাঁদ মিয়া, রানা খাঁন, মোফাজ্জল হোসেন, রুহুল আমিন, আঃ সাত্তার, নুরুন্নবী মিয়া, আবুল হোসেন, দুলা মিয়া, সনেকা রানীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্যরা-ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ৭২’র সংবিধান, হিন্দু সুরক্ষা আইন, গোবিন্দগঞ্জের সাঁওতাল- ইক্ষুখামার নিয়ে সৃষ্ট সমস্যার বিচার বিভাগীয় সমাধান, প্রভাবশালীদের কবল থেকে খাস জমি উদ্ধার পূর্বক ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্তের দাবী জানান।
মন্তব্য চালু নেই