সুন্দরগঞ্জে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন (৫২), রহিম উদ্দিনের ছেলে রফাত উদ্দিন (৬৬) ও সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের আছমত উল্লার ছেলে আল-আমিন (৩০) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তারা বিভিন্ন স্তরের জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই