সুন্দরগঞ্জে ওয়াশব্লক নির্মাণে ব্যাপক অনিয়ম
গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ওয়াশব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন এসব ওয়াশব্লক নির্মাণ করছে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণাধীন পূর্ব ছাপড়হাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ওয়াশব্লক নির্মাণ সমাপ্তির পূর্বেই ফাটল দেখা দিয়েছে।
এসব প্রকল্প বিষয়ে তথ্য চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেও পাওয়া যায়নি। এসব ওয়াশব্লক নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দায়সারা গোছের কাজ করে সিংহভাগ অর্থ লোপাট করছে বলে অভিযোগ রয়েছে। এব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগের চেষ্টা করে কোন কর্তাকে পাওয়া যাচ্ছে না।
মন্তব্য চালু নেই