সুন্দরগঞ্জে একুশে স্মৃতি পদক পেলেন ২ সাংবাদিক

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক পেলেন গাইবান্ধা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আফতাব হোসেন সরকার ও সুন্দরগঞ্জ রিপোর্টার্স্ ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে গত রবিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব/২০১৭ উপলক্ষ্যে ‘একুশ মানে মায়ের ভাষার স্বাধীনতা’- শীর্ষক আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের একুশের স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান- শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম নুর-উন-নবী।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক- জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, গোলাম মোস্তফা আহমেদ, এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি- এস এম আব্রাহাম লিংকন রনি, অনুুষ্ঠানটি উদযাপন কমিটির কো-অর্ডিনেটর শ্যামল কুমার দাস, সদস্য সচিব- বিপুল চন্দ্র রায় প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থী, সাংবাদিকদ্বয়সহ গুনীজনদের হাতে একুশে স্মৃতি পদক তুলে দেন। এরপর আসন্ন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থীদের নিয়ে জনগণের সাথে মুখোমুখী অনুুষ্ঠান পরিচালিত হয়।

উল্লেখ্য, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ইতোপূর্বে সংক্ষিপ্তাকারে সংবাদ লেখায় দূরদর্শীতা, বস্তুনিষ্ঠ ও নির্ভিক সাংবিদিকতায় বিশেষ অবদানের জন্য এবং উপজেলা পর্যায়ে এবাএখা প্রকল্পাধীন শ্রেষ্ট সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।



মন্তব্য চালু নেই