সুন্দরগঞ্জে অটোভ্যান চাপায় নিহত ১ : আহত ৪
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোভ্যান চাপায় খোকন মিয়া (২৫) নামে ১ যাত্রী নিহত ও চালকসহ অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার সীচা বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত অটোভ্যান কছিম বাজার যাবার সময় এ দূর্ঘটনা ঘটে। এতে কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের দেলোওয়ার হোসেনে পুত্র খোকন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালকসহ অপর ৩ যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-ঘটনাস্থলেই খোকনের মৃত হয়। চালকসহ অপর ৩ যাত্রী আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই