সীমান্তে রাইফেলের ৩৭৪০টি গুলি উদ্ধার
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৭শ ৪০ পিস রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরেরচর গ্রাম থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির পাশে পল্লী চিকিৎসক মামুন মিয়া নতুন বাড়ি নির্মাণকালে মাটি খোড়ার সময় মাটির নিচে এসব গুলি দেখতে পায়। তারপর তিনি স্থানীয় বিওপির সদস্যদের খবর দিলে বিজিবি সদস্যরা এসব গুলি উদ্ধার করে।
জামালপুর বিজিবি কমান্ডার লে. কর্নেল তারিক কবির জানান, পাথরেরচর বিজিবি বিওপির পাশে ৩ হাজার ৭ শ ৪০ পিস গুলি উদ্ধার করা হয়। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা এসব গুলি ব্যবহার করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিগুলো অনেক পুরাতন। মাটির নিচে থাকায় এগুলির কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
মন্তব্য চালু নেই